সিলেট নগরে ককটেল বিস্ফোরণ, ফটোসাংবাদিক আহত
সিলেট নগরের বারুদখানায় ও চৌহাট্টায় আজ সোমবার সন্ধ্যায় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় চৌহাট্টার অদূরে শহীদ শামছুদ্দিন ছাত্রাবাসের সামনে থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। তাদের মিছিল শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে চৌহাট্টা ও বারুদখানা এলাকায় আটটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল ফটোসাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের মাথায় লেগে নিচে পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন।
পুলিশ জানিয়েছে, নাশকতা সৃষ্টিকারীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।