লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরে গতকাল রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইউছুফ  নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বশিকপুর ইউনিয়নে বশিকপুর গ্রামের মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ইউছুফ বশিকপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সন্ত্রাসী লাদেন মাসুম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে দাবি করেছে পুলিশ। তাঁর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ সময় আহত হয়েছেন  উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর, রাজীব কর, কনস্টেবল মুসলিম ও শ্রাবণ। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, সন্ত্রাসী লাদেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউছুফকে ঢাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে ইউছুফের তথ্যমতে অস্ত্র উদ্ধারে গেলে তাঁর সহযোগী সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে সন্ত্রাসী ইউছুফ নিহত হন। গোলাগুলিতে আহত হন চার পুলিশ সদস্য। 

ওসি আরো জানান, নিহত ইউসুফের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে নয়টি মামলা ছিল।