ইউএনওকে মারধর : আ. লীগ নেতাসহ দুজন কারাগারে
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকাল ১১টার দিকে ফেনীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
এর আগে মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপন ও পরশুরামের চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানো নির্দেশ দেন। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য ছয় আসামির রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গত ৬ মে শুক্রবার পরশুরাম থানার চিথলিয়া স্কুল মাঠে প্রকাশ্যে পরশুরামের ইউএনও এইচ এম রকিব হায়দারকে মারধর করেন সরকারি দলের নেতাকর্মীরা। এ ঘটনায় ইউএনওর গাড়ির চালক আবুল কশেম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পরশুরাম থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
এ ঘটনার পর শুক্রবার রাতেই ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এজহারভুক্ত তিনজনকে ফেনী থানায় সোপর্দ করেন। একইভাবে আজ হাজারী ওই মামলার এজাহারভুক্ত খায়রুল বাশার তপন ও জসিম উদ্দিনকে দ্রুত বিচার আদালতে এনে সোপর্দ করেন।