চান্দিনায় সুজন হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/12/photo-1463049444.jpg)
কুমিল্লার চান্দিনায় সুজন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ আদেশ দেন।
সুজন কুমিল্লার চান্দিনা বাজার এলাকার ব্যবসায়ী মোহারং গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর মোটরসাইকেল কেনার জন্য এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন সুজন। এর পাঁচদিন পর ২১ সেপ্টেম্বর চান্দিনা মহিলা কলেজের পাশে এক নির্জন স্থান থেকে সুজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুজনের মা জাহানারা বেগম ওইদিন রাতেই চান্দিনা থানায় তাঁর বন্ধু আবুল কালাম, তৌফিক ও সবুজকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
কুমিল্লা জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তাফিজুর রহমান লিটন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন ৩০ জানুয়ারি ২০১৩ আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দেয় যে- নিহত সুজনের মোটরসাইকেলের টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করে তারা। এর পর ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।