পাসের আনন্দে লাশ হলো তিন বন্ধু

Looks like you've blocked notifications!

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস করার আনন্দে সানি দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। কিন্তু বিধি বাম। বাসচাপায় তিন বন্ধুই নিহত হয়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইসলামপুর এলাকায়।

নিহতরা হল উপজেলার নীলগঞ্জ এলাকার রাজ্জাক খানের ছেলে সানি (১৬), একই এলাকার ফজলু হাওলাদারের ছেলে হুমায়ুন (২২) এবং আবুল মুন্সীর ছেলে শাকিল (১৮)। সানি গতকাল প্রকাশিত এসএসসির পরীক্ষায় খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ জানান, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নিউ সুগন্ধা কুয়াকাটা যাচ্ছিল। বাসটি কলাপাড়ার শেখ কামাল সেতুর দক্ষিণ পাশের ইসলামপুর মাস্টার বাড়ি সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য।

বাস রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, ভ্যানগাড়ির নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে ষষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি হাসান (১৪)।

আজ সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

রাব্বি আমতলী উপজেলার টেপুরা গ্রামের বাসিন্দা। সে সে ইটবাড়িয়া গ্রামে তার বোনজামাই রাকিবুল ইসলামের বাড়িতে বেড়াতে আসছিল।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।