যাদের হাতে রক্তের দাগ, তারাই খুনিদের ওকালতি করছে
বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে-বিদেশে যাদের হাতে রক্তের দাগ, তারাই খুনিদের পক্ষে ওকালতি করছে।’
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানও বদলায়নি, জামায়াতও বদলায়নি, খালেদা জিয়াও বদলাননি। আর দেশে-বিদেশে যাদের হাতে রক্তের দাগ, তারাই খুনিদের পক্ষে ওকালতি করছে। এতে বাংলাদেশের কিছু যায়-আসে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে একটার পর একটা যুদ্ধাপরাধীদের, হত্যা, খুনের ও দুর্নীতির বিচার চলবে, যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।’
‘অন্যায় আবদার, বেআইনি নির্দেশ না রাখলে সরকারি কর্মকর্তাদের হেনস্তা ও নিগ্রহ করছে সরকারপক্ষের লোকজন’—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনেছে। এখানে প্রশাসনের কোনো কর্তা যদি লাঞ্ছিত হয়, তবে তাদের (লাঞ্ছনাকারী) গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি যদি দলের বা জোটের কোনো নেতাকর্মী অন্যায় করে, তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে খালেদা জিয়া ও সামরিক সরকাররা যখন ক্ষমতায় ছিল, তখন দেশে বিচারহীনতার সংস্কৃতি ছিল। সুতরাং যারা বিচারহীনতা ও অপরাধের সঙ্গে জড়িত, তারা এখনকার বিচার হওয়ার সংস্কৃতিকে ভালোভাবে দেখছে না। এ ক্ষেত্রে খালেদা জিয়ার অভিযোগ সঠিক নয়।
মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।