বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাক কেড়ে নিল প্রাণ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।
আজ শনিবার সকালে উপজেলার মধুখালী সড়কের ইলিশকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেলী বেগম (৩৪) মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেলী বেগম আজ সকালে স্বামী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বালিয়াকান্দি উপজেলার মধুপুরে যাচ্ছিলেন। ইলিশকোল মোড়ে পৌঁছালে ইটবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা শেলী ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকেই চালক ও তাঁর সহকারী পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।