মুন্সীগঞ্জে বৈকালিক সরকারি স্বাস্থ্যসেবা দেখলেন সচিব

Looks like you've blocked notifications!
স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার একমাত্র বৈকালিক বহির্বিভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার একমাত্র বৈকালিক বহির্বিভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র আজ শনিবার বিকেলে পরিদর্শন করেন স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

এই স্বাস্থ্যসেবা কেন্দ্র গত ২ মে চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে সারা দেশে মোট ১০টি সরকারি হাসপাতালে বৈকালিক বহির্বিভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেছে সরকার।

স্বাস্থ্যসচিবের পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিজি ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব নাসির আরিফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেন, বাংলাদেশ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম সাদি প্রমুখ।

বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।