বিচারের দাবি নিয়ে ৩২ স্কুলের শিক্ষার্থীরা সড়কে
সারিবদ্ধভাবে সড়ক ধরে হেঁটে চলেছে বিভিন্ন বয়সী ছেলেমেয়ে। পরনে স্কুলপোশাক দেখে মনে হতে পারে কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তাদের এই পথচলা। কিন্তু না, তারা যাচ্ছে বিচার চাইতে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার শিমুলিয়া গ্রামের জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান বাবু হত্যার বিচার দাবিতে এভাবেই সড়কে জড়ো হয়েছিল জেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। আজ রোববার প্রায় দুই ঘণ্টা কাঞ্চন এলাকায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে তারা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ব্যাপক যানজট।
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ২০১৪ সালে ২৯ মার্চ শিমুলিয়া এলাকায় সন্ত্রাসীরা দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মেধাবী শিক্ষক মেহেদী হাসান বাবুকে। এ ঘটনার পর রূপগঞ্জ থানায় বাবুর বাবা আমজাদ হোসেন ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার এক বছর হলেও এ হত্যার বিচার হয়নি। এ নিয়ে মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা বলেন, হত্যার এক বছর পার হলেও পুলিশ এখনো মূল আসামিদের গ্রেপ্তার করছে না। মামলার অভিযোগপত্র দিচ্ছে না। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও অভিযোগপত্র দায়েরের দাবি জানান তাঁরা।
সড়ক অবরোধের সময় বক্তব্য দেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, শাহীন মালুম, আবদুর রউফ, শহিদুল ইসলাম প্রমুখ।