সিলেটে ছাত্রদলের মিছিল থেকে গাড়ি ভাঙচুর

Looks like you've blocked notifications!

সিলেট নগরীতে আজ সোমবার হরতাল ও অবরোধ সমর্থকদের মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেটে সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে ছাত্রদলকর্মীরা আটটি গাড়ি ভাঙচুর করে এবং পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি-মিডিয়া) রহমত উল্লাহ এনটিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ দিন হরতাল ও অবরোধের সমর্থনে নগরীর সুবিদবাজার ও নয়াসড়কসহ কয়েকটি স্থানে মিছিল করেছে ছাত্রদল। 

এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় শহরতলীর মেজরটিলা থেকে গাড়ি পোড়ানোর মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।

একই দিনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাড়ি পোড়ানোর মামলায় আরো তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, উপজেলার আটলিহাই এলাকা থেকে শিবিরকর্মী মোশাররফ হোসেন, নয়াখেল টিকইর এলাকা মুখলেছুর রহমান এবং লাফনাউট থেকে শিবিরনেতা আহমেদ দিদারকে গ্রেপ্তার করা হয়েছে।