সাংবাদিকদের ওপর হামলা : ইয়াবা ব্যবসায়ীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি

Looks like you've blocked notifications!

কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলাকারী ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

গতকাল রোববার বেলা ১১টায় ছোটবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এতে জেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মসূচিতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

সে সঙ্গে তাঁরা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিগত দিনেও সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা আজ সোমবার জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।