শ্রাবণ কি জানে সে এসএসসি পাস করেছে?
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে থেকেই নরসিংদী শহরের মীর এমদাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র খায়রুল বাশার শ্রাবণ নিখোঁজ। গত ৪ মে থেকে স্বজনরা শ্রাবণকে খুঁজে পাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, জেলার রায়পুরা উপজেলার নিলক্ষীয়া গ্রামের কামরুজ্জামান স্বপনের ছেলে খায়রুল বাশার শ্রাবণ নরসিংদীর বাসাইল গ্রামে বসবাস করত। শ্রাবণ নরসিংদী শহরের মীর ইমদাদ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার পর অবসরে সে আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যায়। গত ১ মে শ্রাবণ শিবপুর উপজেলার শিবপুর পশ্চিমপাড়ায় আবদুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ৪ মে বিকেলে চলনা গ্রামে তার ছোট খালা লিলি বেগমের বাড়ির উদ্দেশে বের হয়। এরপর সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর তার বাবা আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে শিবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শ্রাবণের বাবা কামরুজ্জামান স্বপন জানান, নিখোঁজের পর গত ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে জানা যায়, শ্রাবণ জিপিএ-৪ পেয়ে পাস করেছে। কিন্তু শ্রাবণ কোথায় তাঁরা খুঁজে পাচ্ছেন না। শ্রাবণকে না পেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন।
শ্রাবণের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং ফর্সা। মুখমণ্ডল গোলাকার। মাথার চুল খাটো। স্বাস্থ্য হালকা। নিখোঁজের দিন পরনে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ জানান, শ্রাবণের নিখোঁজের খবরটি তাঁরা বিভিন্ন থানায় বেতার বার্তার মাধ্যমে জানিয়েছেন।