নেত্রকোনায় বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যু

Looks like you've blocked notifications!

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চৌকিধারা গ্রামে বিদ্যুস্পর্শে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ছাত্রের নাম সোহেল রানা (৯)। সে কেন্দুয়ার মোজাফরপুর ইউনিয়নের তেলীপাড়ার পোশাককর্মী শাহীন মিয়ার ছেলে। সোহেল রানা উপজেলার চৌকিধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। 

কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার  হোসেন জানান, সোহেলের বাবা ও মা উভয়েই পোশাককর্মী হওয়ায় তাঁরা ঢাকায় থাকেন। সোহেল তার নানা চৌকিধারা গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে থেকে লেখাপড়া করত। দুপুরের দিকে পল্লীবিদ্যুতের সংযোগ থেকে ফজলুল হকের টিনের বসতঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। একপর্যায়ে সোহেল বিদ্যুতায়িত ঘরের টিনে স্পর্শ করলে ঘটনাস্থলেই মারা যায়।

এসআই আরো জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই সোহেলের মরদেহের দাফন সম্পন্নের অনুমতি দেওয়া হয়েছে। 

কেন্দুয়া পল্লীবিদ্যুতের আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে পল্লীবিদ্যুতের লোক পাঠানো হয়েছে।