ব্রাহ্মণবাড়িয়ায় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বিভিন্নভাবে হয়রানি করছেন। মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। তাই আমার কর্মী-সমর্থকরা শঙ্কার মধ্যে কাজ করছেন।’ 

মনিরুল ইসলাম দাবি করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।