বরিশালের গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, নিহত ২
পুলিশের পাহারায় ঢাকা আসার পথে বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দগ্ধ হয়ে দুজন মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ এনটিভিকে জানিয়েছেন, পুলিশের পাহারায় পণ্যবাহী ট্রাকগুলো চলাচল করছিল। এই পাহারার মধ্যেই দুর্বৃত্তরা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক ও তাঁর সহকারী মারা যান বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।