সাংবাদিক মুকুল তালুকদার আর নেই
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি মুকুল তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালে মুকুল তালুকদারের পায়ুনালির ক্যানসার ধরা পড়ে। প্রথম দিকেই অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি কলকাতার ঠাকুরপুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এর পর অনেকটা সেরে ওঠেন তিনি। ২০১৫ সালের ফের অসুস্থ হয়ে পড়লে ওই বছর আগস্ট মাসে আবারও তাঁর অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মুকুল তালুকদারের স্ত্রী চৌধুরী নিলুফার হোসেন জানান, ৩ মে মুকুল তালুকদারকে হলি ফ্যামিলি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত ১৩ দিন লাইফ সাপোর্টে ছিলেন। আজ বেলা ১১টায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
ডিএসইসি সূত্রে জানা গেছে, দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মুকুল তালুকদারের জানাজা অনুষ্ঠিত হবে।
ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামে পারিবারিক কবরস্থানে মুকুল তালুকদারকে দাফন করা হবে বলে চৌধুরী নিলুফার হোসেন জানান।