রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যায় দুজনের ফাঁসি
রাজবাড়ীতে স্কুলছাত্র রিফাতকে অপহরণের পর হত্যার দায়ে দুজনকে ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের রঞ্জন ও একই গ্রামের রাসেল। মামলার অপর আসামি চরনারায়ণপুর গ্রামের রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নিহত রিফাত রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মোক্তার আলীর ছেলে ও রাজবাড়ী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর রঞ্জন, রনি ও ফয়সাল স্কুলছাত্র রিফাতকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নিয়ে যান। এরপর ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে রিফাতকে হত্যা করে সজ্জনকান্দা গ্রামের ভৈরব শীলে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। ঘটনার নয়দিন পর ১৪ নভেম্বর অপহরণের মূল হোতা রঞ্জনকে গ্রেপ্তার করার পর রিফাতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিফাতের বাবা মোক্তার আলী বাদী হয়ে ওই দিনই তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত উল্লিখিত রায় ঘোষণা করেন।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিফাতের মা রুবি আক্তার।