মোবাইল ফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা !

Looks like you've blocked notifications!

মায়ের কাছ থেকে মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে হাবিবুল্লাহ (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা গোপীনাথপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ (১৪) গোপীনাথপুর পশ্চিমপাড়ার ক্ষুদ্র তাঁত ব্যবসায়ী আবু মুছা মিয়ার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আবু মুছা মিয়ার স্ত্রীর কাছে ছেলে হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে একটি মোবাইল ফোন কিনে দিতে টাকা দাবি করে আসছিল। মঙ্গলবার দুপুরে তাঁর মায়ের কাছে আবারো মোবাইল কেনার টাকা দাবি করে। টাকা না পেয়ে সবার অজান্তে তার বাবার তাঁত কারখানা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে কারখানায় কর্মরতরা পরিবার ও পুলিশকে খবর দেয়।

বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিবুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, হাবিবুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।