সেলিম ওসমান ক্ষমা চাইবেন, আশা হানিফের
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কাছে সংসদ সদস্য সেলিম ওসমান ক্ষমা চাইবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা এ ঘটনার পরদিনই যখনই এটা জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে এটার তীব্র নিন্দা জানিয়েছি। এটার প্রতিবাদ করেছি। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে ওই প্রধান শিক্ষক এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি। আমরা আশা করি যে, সংসদ সদস্য সেলিম ওসমান তাঁর এই কৃতকর্মের বিষয়টি অনুধাবন করে জাতির কাছে ক্ষমা চাইবেন, ওই শিক্ষকের কাছেও ক্ষমা চাইবেন।’
বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যে ইসরায়েল মুসলিম বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ হিসেবে চিহ্নিত, যে ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক খারাপ, সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার লোভে তারা সেই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। গোপন বৈঠক করেছে, তাদের শরণাপন্ন হয়েছে। বিএনপি ইসরায়েলের দ্বারস্থ হয়ে ষড়যন্ত্র করছে।
হানিফ বলেন, ক্ষমতায় যেতে জনগণের কাছে না গিয়ে মুসলমানদের শত্রুদের দ্বারস্থ হয়ে তাদের হাত-পা ধরার মতো লজ্জাজনক কর্মকাণ্ড একমাত্র বিএনপির পক্ষেই মানায়। সেটিই তারা করেছে।
এ সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।