রাজবাড়ীতে বাস ও মোটসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলার সদর উপজেলার দৌলতদিয়া- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী নামক স্থানে এ দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রাজবাড়ী শহরের বড়পুল এলাকার ঠিকাদার মিথুন কাজী এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের বাসিন্দা আসলাম শেখ।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নূরজাহান বেগম ও বুলু নামের দুই মহিলাসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদ, তপন, পিয়াসা, জিন্নাহ, শিহাব, শিরিন, লিজা, মানিক, ওয়াহিদুল, বিপুল, হাসি, সোহেল, মেহের শেখসহ কয়েকজন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী তৃষা পরিবহন নামের একটি লোকাল বাস চন্দনী ব্রিজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিথুন কাজী ও বাসের দুই যাত্রী নিহত হন।
খবর পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় এবং এলাকাবাসীও তাদের সহায়তা করে।
রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।