আদালতের আদেশে চুয়াডাঙ্গায় একজনের প্রার্থিতা বহাল

Looks like you've blocked notifications!

পঞ্চম দফায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন নাসির উদ্দীন। প্রার্থিতা ফিরে পেয়ে তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার বিকেলে কুড়ালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান নাসির উদ্দীনের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দামুড়হুদার কুড়ালগাছি ইউনয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বুইচিতলা গ্রামের নাসির উদ্দীন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নে ত্রুটি থাকায় আবেদনটি বাতিল করেন।

পরবর্তী সময়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থিতা ফিরে পেতে নাসির উদ্দীন আপিল করেন। আপিলেও প্রার্থিতা ফিরে না পেয়ে নাসির উদ্দীন গত ১৭ মে হাইকোর্টে রিট দাখিল করেন। শুনানি শেষে হাইকোর্টের বিচারক বিচারপতি জুবায়ের আহমেদ ও বিচারপতি মো. খায়রুজ্জামান নির্বাচনে নাসির উদ্দীনের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। 

হাইকোর্টের নির্দেশ পেয়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন গ্রহণ করে নাসির উদ্দীনকে তালা প্রতীক বরাদ্দ দেন। নাসির উদ্দীনের পক্ষে রিটটি দাখিল করেন হাইকোর্টের আইনজীবী হেমায়েত উল্লাহ।