মোহনগঞ্জে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন

Looks like you've blocked notifications!
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ছেছড়াখালী বাজারে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ছেছড়াখালী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০৩১তম শাখার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার ছেছড়াখালী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০৩১তম শাখার উদ্বোধন হয়। ব্যাংকটির শাখা কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মো. সাজ্জাদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মো. মালেক নেওয়াজ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ব্যাংকের জিএম মো. মালেক নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মো. সাজ্জাদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক, আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মোহনগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল। সভায় বক্তারা ব্যাংকটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন ডিজিএম মো. দাউদ খান মাহফুজ।  

হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় এলাকার লোকজন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. সাজ্জাদুল হাসানের  প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

কৃষি ব্যাংক নেত্রকোনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা পীযূষ দেবনাথ বলেন, গ্রাহক সুবিধার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রেখে শাখার কর্মকর্তাদের সেবা প্রদান করতে হবে। তিনি আরো বলেন, এই এলাকায় অনেক আগেই একটি কৃষি ব্যাংক হওয়ার কথা ছিল।