কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় ছানোয়ার রহমান (৬০) নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছানোয়ার রহমানের বাড়ি কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায়।
দুর্বৃত্তদের কোপের আঘাতে আহত হয়েছেন সাইদুজ্জামান নামের আরেক ব্যক্তি। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ছানোয়ার রহমান কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল এলাকার শিশির মাঠের নিজ বাগানবাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। দুর্বৃত্তরা ছানোয়ারের পাশে থাকা আরেকজনকেও কোপায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
দুর্বৃত্তদের কোপে ছানোয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, পূর্বশত্রুতার জের ধরে ছানোয়ারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।