চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকার মহানন্দা নদী থেকে রাকিব বাবু (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রাকিব বাবু ধাইনগরের বলিহারপুর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, ভোরে মহানন্দা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে বাবুর লাশ উঠে আসে। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও গলায় রশি পেঁচানো ছিল। বাবু রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবুকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।