মালিবাগে বাসে আগুন

রাজধানীর মালিবাগে সকালে ঢাকা-মাওয়া-গাজীপুর রুটের প্রচেষ্টা পরিবহনের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবিটি আজ ৩ ফেব্রুয়ারি-২০১৫, মঙ্গলবার তোলা। ছবি : নিউজরুম ফটো
রাজধানীর আবদুল্লাহপুর থেকে মুন্সীগঞ্জের মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ার ডিআইটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, সকালে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসযাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
২০-দলীয় জোটের ডাকা টানা তিন দিনের হরতাল কর্মসূচি চলছে। ঢাকায় তেমন সহিংসতা না হলেও এর বাইরে বিভিন্ন জায়গা থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।