টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই পরীক্ষার্থী নিহত

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে আজ সোমবার দুপুরে ট্রাকচাপায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়। ছবি : এনটিভি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই ছাত্রীসহ তিনজন।

নিহত পরীক্ষার্থীরা হলো কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গ্রামের আব্দুল্লাহর মেয়ে মর্জিনা আক্তার (১৬) ও ইলিয়াসের মেয়ে এলিজা আক্তার (১৬)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘গোহালিয়াবাড়ি কেন্দ্রে দাখিল পরীক্ষা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গোরিলাবাড়ি মাদ্রাসার পাঁচ ছাত্রী বাড়ি ফিরছিল। তাদের বহনকারী অটোরিকশাটি জোকারচরে এলে পেছন  থেকে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পরীক্ষার্থী নিহত হয়। দুই পরীক্ষার্থী ও অটোরিকশার চালক আহত হয়। আহতদের  টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।