কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক নিহতের ঘটনায় মামলা
কুষ্টিয়ায় আলোচিত হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমান সানা হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা হয়েছে।
হত্যাকাণ্ডের পরদিন আজ শনিবার বিকেলে সাড়ে ৫টায় কুষ্টিয়া মডেল থানায় নিহতের বড় ভাই আনিচুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। মামলা নম্বর ২২।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে চেষ্টা চলাচ্ছে পুলিশ।
এদিকে, বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজারে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পূর্ব মজমপুর এলাকাবাসী।
আমিরুল ইসলাম মকলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. বাকী বিল্লাহ, কুষ্টিয়া বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, কালেক্টরেট স্কুলের শিক্ষিকা আফরোজা আক্তার ডিউ প্রমুখ। এ সময় বক্তারা দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার সকালে সানাউর রহমান কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল এলাকার শিশির মাঠের নিজ বাগানবাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। দুর্বৃত্তরা সানাউরের পাশে থাকা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুজ্জামানকেও (৫৮) কুপিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।