কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
কুষ্টিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন।
গতকাল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোপালপুর গ্রামের একটি মসজিদে নামাজ আদায় করার জন্য প্রধান ফটক দিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে এবং জমি-সংক্রান্ত বিষয়ে স্থানীয় খলিল ও কাবিলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে রাত ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে ধারালো অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় লাঠি ও ইটপাটকেল। সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হন।
আহতরা হচ্ছেন গোপালপুর গ্রামের খলিলুর রহমান (৫০), কাবিল (৪৭), রফিকুল (৪৫), আলাউদ্দিন (৫০), এনামুল (৪৫), আরিফুল (৫০), সমছের (৫৫) ও বজলু (৪৫)।
আহতদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।