গাজীপুরে বাসে পেট্রলবোমা, সহকারী দগ্ধ
গাজীপুরের শিববাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা ঢাকা পরিবহনের একটি বাসে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ঘুমিয়ে থাকা চালকের সহকারী দেলোয়ার দগ্ধ হন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান এনটিভিকে জানান, বাসটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।