নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, রামগড়ে ২ ব্যক্তির কারাদণ্ড

Looks like you've blocked notifications!

খাগড়াছড়ির রামগড়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুই ব্যক্তিকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে ওই দুই ব্যক্তিকে এ সাজা দেন নির্বাহী হাকিম শরিফুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। 

আগামীকাল বুধবার রামগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন (২৫) ও নূর হোসেন (৩৫)। উভয়েই গুইমারা উপজেলার বাসিন্দা। 

নির্বাহী হাকিম শরিফুল ইসলাম জানান, এরা বহিরাগত। নূরপুর আবাসিক স্কুলে অভিযান চালিয়ে উভয়কে আটক করা হয়। এ সময় আরো ১০ থেকে ১৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। 

শরিফুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি ৩০ ধারা লঙ্ঘনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।