সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর পর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, আওয়ামী লীগ নেতা এস এম ছানালাল বকসী, অলক সরকার, ছাত্রলীগ সভাপতি ওয়াহেদুন্নবী সাগর ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
সজীব ওয়াজেদ জয়কে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।