রাজশাহীতে ককটেল ও বোমা ধ্বংস
রাজশাহীতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সীমান্ত নোঙর এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার করা ককটেল ও বোমা ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞদল গত ৫ জানুয়ারির পর থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া ৭২টি ককটেল ও বেশ কয়েকটি বোমা ধ্বংস করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এনটিভি অনলাইনকে জানান, অবরোধ-হরতাল চলাকালে পুলিশের অভিযানে রাজশাহীর বিভিন্ন এলাকায় বেশ কিছু ককটেল ও বোমা উদ্ধার করা হয়। এর মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশ নয়টি ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৬৩টি ককটেল উদ্ধার করেছিল।
উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জগলুল করিম ও ওয়ারেন্ট অফিসার রইস উদ্দিনের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয় করার একটি দল সোমবার সকালে রাজশাহী আসেন। দুপুরে পদ্মা নদীর পাড়ে সীমান্ত নোঙর এলাকায় ৭২টি ককটেল ধ্বংস করা হয়।
এ সময় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল মজিদ উপস্থিত ছিলেন।