শপথ নিলেন কুষ্টিয়ার দুই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা
কুষ্টিয়ার দুই ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে শপথ নেন ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা।
এ সময় ভেড়ামারা উপজেলার ছয়টি ইউনিয়ন ও দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ২০ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, আজ শপথ গ্রহণ হলেও আগামী ১০ আগস্ট নতুন এই চেয়ারম্যানদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে ।
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩১ মার্চ কুষ্টিয়া ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ২০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।