ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে আজ বুধবার দুপুরে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন বাবা আবুল কালাম আজাদ (৪০) ও শিশু ছেলে নাগর (৫)।
স্থানীয় লোকজন জানায়, এওয়াজ এলাকার আবুল কালাম আজাদ পাশের বাড়ি থেকে বিদ্যুতের সাইড লাইন নিয়েছিলেন। সাইড লাইনের তার ছিড়ে গেলে আজ দুপুরে তিনি জোড়া লাগাতে যান। এ সময় শিশু ছেলে নাগর তাঁর কোলে ছিল। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলে উভয়েই মারা যায়।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।