ফুলেল শ্রদ্ধায় সমাহিত সংগীত প্রযোজক তৌহিদ
খুলনা বেতারের মুখ্য সংগীত প্রযোজক তৌহিদ হাসান ফারুকী বাবুর (৫১) দুই দফা জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর আজ বুধবার দুপুরে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা পড়ান খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম জাকারিয়া ও বেতার জামে মসজিদের ইমাম।
কাল বৃহস্পতিবার বাদ আসর মরহুমের কেডিএ এপ্রোস রোডের বাসভবনে দোয়া অনুষ্ঠিত হবে।
তৌহিদ হাসান ফারুকী বাবু গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। তিনি দার্জিলিং ভ্রমণের জন্য পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় অবস্থান করছিলেন। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে রোববার কলকাতার একটি ক্লিনিকে ভর্তি হন। পরে রাতে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার রাতে তাঁর মরদেহ খুলনায় এসে পৌঁছায়।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি মো. আল মামুন, খুলনা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, মোকলেসুর রহমান বাবলু, শেখ আব্দুস সালাম, কামরুল ইসলাম বাবলু, হাসান আহমেদ মোল্লা, এনামুল হক বাচ্চু, জাহিরুল ইসলাম জাকির, চৌধুরী মিনহাজুজ্জামান সজল, মিনা মিজানুর রহমান প্রমুখ।
জানাজা শেষে শহীদ হাদিস পার্কে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, অ্যাডডভোকেট হেমন্ত কুমার, অশোক কুমার, উৎপল কর্মকার, মোল্লা আলী আহমেদ, রকিবা খান লুবা, অপু ঘোষ, মিজানুর রহমান মিজান, দিপঙ্কর ঘোষ, অধ্যাপক আতিকুজ্জামান পিন্টু, জাকারিয়া প্রিন্স, বিবিবিএসের সভাপতি জাবেদ হোসেন ডিউক, কামরুল হাসান পিটুল, গোপাল সাহা, রনি, হাজি বাবু, সোহান রহমান তুর্জ, মাসুদ হোসেন, শ্যামল সিংহ রায়, শরীফ আতিকুজ্জামান পিন্টু, শাহীন জামান পণ, শরীফ খান প্রমুখ।
এ ছাড়া রেডিও অ্যানাউন্সার ক্লাব, খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ, শিল্পকলা একাডেমি, আওয়ামী শিল্পগোষ্ঠী, খুলনা নাট্য নিকেতন, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, লাইট সাউন্ড টেকনিশিয়ান, আব্বাস উদ্দিন একাডেমি, এসকে লাইট অ্যান্ড সন্স, বিয়েন মনি থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, লাল বাউল খেলাঘর আসর, খুলনা মিউজিশিয়ান ফোরম, সুজলা সাংস্কৃতিক গোষ্ঠী, আর্টিস্ট ক্লাব খুলনা, বাংলার বাউল, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, জাতীয় বরীন্দ্র সম্মেলন পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, আবৃত্তি স্কুল খুলনা, রূপান্তর খুলনা, বঙ্গবন্ধু পরিষদ, কিংবদন্তি খেলাঘর, উদীচী খুলনা, খুলনা মাল্টিমিডিয়া, বি-পজিটিভ অ্যাডভার্টাইজিং অ্যান্ড এজেন্ট, শিল্পী আবিদ স্মৃতি পরিষদ, আবৃত্তি কঞ্জু, লিনেট ফাইন আর্টস সাতক্ষীরা, বর্ণমালা সাতক্ষীরা, নজরুল সংগীত শিল্পী পরিষদ, খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, সাহিত্য মজলিস, সুরছন্দ একাডেমী, খুলনা সাহিত্য পরিষদ, ত্রিকাল সাংস্কৃতি গোষ্ঠী, বেতার নিজস্ব শিল্পী সংস্থা, বেতার অনিয়মিত শিল্পী সংস্থা, খুলনা বেতারের সব কর্মকর্তা-কর্মচারী।
মরহুমের মরদেহ শ্রদ্ধা নিবেদন শেষে নিয়ে যাওয়া হয় তাঁর কর্মস্থল খুলনা বেতার কেন্দ্রে। সেখানে দ্বিতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক মো. সালাউদ্দিন আহমেদ, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শিল্পী সালাউদ্দিন বাপ্পী, রোজ বাবু, সৈয়দ আব্দুল মতিন, শেখ আলী আহমেদ, এইচ এম রেজাউল করিম, আজমল আহমেদ, সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ আবিদুল্লাহ, হামিদুর রহমান, নাসির উজ্জামান, গোলাম মোস্তফা, নাসির জাবেদ, এম হুসাইন বিল্লাহ, আনোয়ার কবির, মাজিদ জাহাঙ্গীর, নিখিল মজুমদার প্রমুখ।
এ সময় মরহুমের পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।