চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি, চারজনের মৃত্যু

Looks like you've blocked notifications!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুরের পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় আজ মঙ্গলবার সকালে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে রিসাত (৮), রানীনগরের আসাদ আলীর মেয়ে সুমি আক্তার (১৭), ডাইস্যাপাড়ার আজিরুল হকের মেয়ে আজিরুন খাতুন (১০) ও দুর্লভপুর ইউনিয়নের দোগাছি গ্রামের এসাহাক আলীর ছেলে জোনাব আলী (৫৫)।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তা এনটিভি অনলাইনকে জানান, সোমবার সন্ধ্যায় পদ্মা নদীর পাকা ঘাট থেকে ১৫-২০ যাত্রী ও ১১টি গরু নিয়ে একটি নৌকা দুর্লভপুর থেকে মনোহরপুরে যাচ্ছিল। সন্ধ্যায় নৌকাটি মনোহরপুরের ডাড়াকাটা স্থানে গেলে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এ ঘটনায় সাঁতরে সাত থেকে আটজন তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকেন। সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আরো জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় আরো কেউ নিখোঁজ আছে কি না, এ বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।