সাভারে চেয়ারম্যান পদপ্রার্থীকে পিটিয়ে জখম

Looks like you've blocked notifications!

সাভার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার রাতে সাভারের সিঅ্যান্ডবি আনোয়ার জং-আশুলিয়া আঞ্চলিক সড়কের সরকারি পোলট্রি ফার্মের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম আমিনুর রহমান। তিনি আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিঅ্যান্ডবি এলাকার সরকারি পোলট্রি ফার্মের কোয়ার্টারে ভোটারদের কাছে ভোট চাইতে যান চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান ও তাঁর কর্মী শাজাহান ও রাসেল আহম্মেদ। এ সময় লাঠি নিয়ে তাঁদের ওপরে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা আমিনুর রহমানসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ তিনজনকে পিটিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।