ভাঙন রোধ না হলে রাজবাড়ী শহর হুমকির মধ্যে পড়বে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সরকার নদীভাঙন এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকার পদ্মা নদী-ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন ডেপুটি স্পিকার।
মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এলাকা পরিদর্শন করেও দেখেছি, এলাকায় জরুরিভাবে নদীভাঙন রোধ করা না হলে রাজবাড়ী জেলা শহর হুমকির মধ্যে পড়ে যাবে। ঢাকায় গিয়ে দু-একদিনের মধ্যেই নদীভাঙন রোধকল্পে মন্ত্রী মহাদয়ের সঙ্গে কথা বলব। বর্ষার আগেই জিএ ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ডেপুটি স্পিকার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীভাঙনের হাত থেকে রক্ষার জন্য এলাকায় ২২ লাখ টাকা ব্যয়ে কাজের উদ্বোধন করেন।
পরে ডেপুটি স্পিকার দুপুরে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন।