সুন্দরবনে তিন জেলে ‘অপহরণ’

Looks like you've blocked notifications!

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের জন্য তিন জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার ভোরে গভীর সুন্দরবনের মামুনদো নদীতে অপহরণের এ ঘটনা ঘটে। ফিরে আসা জেলেরা এ খবর দিয়েছেন।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগরের কৈখালী গ্রামের জব্বার গাজীর ছেলে সাত্তার গাজী, একই উপজেলার ধুমঘাট গ্রামের আসগর আলীর ছেলে কওসার আলী এবং পারশেখালী গ্রামের আজিমউদ্দিনের ছেলে আজিবর রহমান।

শ্যামনগরের টেংরাখালী গ্রামের ট্রলার মালিক আজিজুল ঢালি জানান, দুদিন আগে তাঁর ট্রলার ভাড়া নিয়ে কয়েকজন জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। আজ ভোরে তাঁরা মামুনদো নদীর গোলাখালী এলাকায় থাকা অবস্থায় জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তিনজনকে জোর করে তুলে নিয়ে যান।

এ সময় জলদস্যুরা মুক্তিপণের জন্য চারদিন সময় বেঁধে দেয়। এর মধ্যে দুই লাখ টাকা না দিলে জেলেদের হত্যা করে লাশ ফেলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। এ খবর আসার পর অপহৃত জেলেদের পরিবারে কান্নার রোল পড়ে গেছে।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তবে খবরটি আমিও পেয়েছি।’