অন্তর্বাসে সোনার বার, সীমান্তে গ্রেপ্তার ইউপি সদস্য

Looks like you've blocked notifications!

সাতক্ষীরার বৈকারী সীমান্তের শিকড়িতে কয়েকটি সোনার বারসহ ইউপি সদস্য আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার বিজিবির বৈকারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান জানান, আতাউর বৈকারী ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের ভাই। নিজের অন্তর্বাসে মুড়িয়ে এই সোনা ভারতে পাচারের জন্য একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন আতাউর। এ সময় তাঁর সঙ্গে প্রদীপ নামে এক সঙ্গী ছিল।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, শিকড়ি সড়কপথে যাওয়ার সময় বিজিবির বৈকারী ক্যাম্প সদস্যরা আতাউরের মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করে এ সোনার বার খুঁজে পান।

অধিনায়ক আরো বলেন, জব্দকৃত সোনা এখনো ওজন করা হয়নি।