১ জুন থেকে ইবিতে ক্লাস ছুটি
১ জুন শনিবার থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ এক মাস ১৭ দিনের ছুটি শুরু হচ্ছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত এ ছুটি চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক এনটিভি অনলাইনকে বলেন, ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে এবং ১৮ জুলাই থেকে যথারীতি ক্লাস চলবে।
এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ৪ থেকে ১১ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। পবিত্র মাহে রমজান মাসে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শুধু অফিস খোলা থাকবে। রমজান শেষে ১৮ জুলাই থেকে আগের মতো ক্লাস-পরীক্ষা ও অফিস যথারীতি চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি ইকবাল হোছাইন বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ৩ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ১৭ জুলাই সকাল ৯টায় হলগুলো খুলে দেওয়া হবে।’