সেমিনারে বক্তারা

প্রবীণরা সমাজের সঞ্চিত সম্পদ

Looks like you've blocked notifications!
আজ রোববার সাতক্ষীরা সরকারি কলেজে সমাজে প্রবীণদের অবদান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

প্রবীণরা আমাদের পথ প্রদর্শক। প্রবীণরা সমাজের সঞ্চিত সম্পদ। তাদের অভিজ্ঞতা ও নির্দেশনা কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজ আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠতে পারে। প্রবীণদের পুঁজি করে তরুণদের অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে তা সমাজে মঙ্গল বয়ে আনতে পারে।

আজ রোববার সাতক্ষীরা সরকারি কলেজে ‘বারসিক ইনস্টিটিউট অব একাডেমিক ট্রাস্ট-  বিয়াস’ আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষার্থী সাঈদুর রহমান।

বক্তারা আরো বলেন, প্রবীণদের অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। তাদের অভিজ্ঞতার সমন্বয় করে আমাদের প্রত্যাশা গড়তে হবে। তাদের তিক্ত, পরিত্যক্ত এবং লালিত অভিজ্ঞতার মূল্যায়ন দেশের যুব সমাজকে নতুন পথের দিশা দিতে পারে।

গবেষক শাহীন ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ। এতে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক সুদেব বিশ্বাস, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক আবুল হাসেম, অধ্যাপক আ ন ম গাউছার রেজা, অধ্যাপক আওছাফুর রহমান, প্রভাষক আফতাবউজ্জামান, প্রবীণ আবাসন পরিচালক  আবুল কালাম প্রমুখ।