চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ২২ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘোড়াপাখিয়ার কেন্দ্রীয় কবরস্থানে অভিযান চালায়। এ সময় কবরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
হরতাল-অবরোধে সহিংসতা ও নাশকতার জন্য ককটেলগুলো মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।