সাংবাদিক সরোয়ারের বাবা ডা. আমির হোসেন আর নেই
বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক ও ল’রিপোর্টার্স ফোরামের (এরআরএফ) কোষাধ্যক্ষ আহাম্মেদ সরোয়ার হোসেন ভুঁঞার বাবা ডা. আমির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি..রাজিউন)।
আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর শনির আখরায় তাঁর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাতে এশার নামাজের পর জানাজা শেষে মাতুয়াইল কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্র জানায়।
সাংবাদিক আহাম্মেদ সরোয়ার হোসেন ভুঁঞার বাবার মৃত্যুতে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এরআরএফ) পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এক শোক বার্তায় ডা. আমির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন। এর পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।