তিন বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সোমবার জাতীয় সংসদে গৃহীত তিনটি বিলে সম্মতি দিয়েছেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের পঞ্চম (২০১৫ সালের প্রথম) অধিবেশনে গৃহীত বিল তিনটি হচ্ছে মেট্রোরেল বিল-২০১৫, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, ২০১৫ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৫।