মনোনয়ন বাণিজ্যে নৌকার ভরাডুবি
কুড়িগ্রামের উলিপুর আওয়ামী লীগের একটি অংশের নেতারা দাবি করেছেন, মনোনয়ন বাণিজ্য আর স্বেচ্ছাচারিতার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলায় নৌকা মার্কার ভরাডুবি হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উলিপুর মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেতারা। উলিপুর আওয়ামী লীগ পুনরুদ্ধার মঞ্চের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় নেতারা মেয়াদ উত্তীর্ণ বর্তমান উলিপুর উপজেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আমজাদ তালুকদার, উলিপুর আওয়ামী লীগ পুনরুদ্ধার মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, ধামশ্রেণী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাকিবুল হাসান সরদারসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
গত ২৮ মে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মাত্র দুটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন।