আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুল

২৩ বিশিষ্ট নাগরিককে কেন শাস্তি নয়

Looks like you've blocked notifications!
সাংবাদিক ডেভিড বার্গম্যান। ছবি : এনটিভি

সাংবাদিক ডেভিড বার্গম্যানের শাস্তির বিষয়ে মন্তব্য করায় ড. জাফরুল্লাহ, আনু মুহাম্মদসহ ২৩ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ২৩ এপ্রিলের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ জনকে অব্যাহতি দেওয়া হয়। 

আদালত অবমাননার দায়ে সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সাজা দেওয়ায় এর নিন্দা জানিয়ে গত বছরের ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে বিবৃতি দেন ৪৯ জন বিশিষ্ট নাগরিক। এর পর ট্রাইব্যুনাল তাঁদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চান।

এর মধ্যে ৪৯ বিশিষ্টজনের মধ্যে মোট ২৬ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করলে তাঁদের ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। 

ক্ষমাপ্রাপ্ত বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন—সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও রাশেদা কে চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক—সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি—বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক শাহনাজ হুদা ও অধ্যাপক আমেনা মহসিন, লায়লা জামান খান, সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক শাহীন আখতার ও তাহমিমা আনাম, মানবাধিকারকর্মী জাকির হোসেন, ইলিরা দেওয়ানসহ অন্যরা।