ছাত্রলীগ নেতা বিমল হত্যায় ৭ জনের যাবজ্জীবন
ফেনীর ফুলগাজী উপজেলার ছাত্রলীগ নেতা বিমল চন্দ্র রায় হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এঁদের মধ্যে আবার ছয়জনকে অপহরণের দায়ে সাত বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন। মামলার সাজাপ্রাপ্ত সব আসামি পলাতক রয়েছেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আবদুল নোমান, মোশরফ হোসেন ওরফে জসীম, খোরশেদ আলম ওরফে খুরশীদ, আবদুল মোতালেব ওরফে সবুজ, জসীম উদ্দিন ওরফে বলি, জহির ও সবুজ।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) দ্বীজেন্দ্র কুমার কংস বণিক জানান, ফুলগাজীর জি এম হাট স্কুল মাঠে ১৯৯৭ সালের ২৭ অক্টোবর দুপুরে বিমল চন্দ্র রায়কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় বিমলের ভাই পরিমল চন্দ্র রায় বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে ফুলগাজী থানায় হত্যা মামলা করেন। আদালত শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।
আইনজীবী আরো জানান, রায়ে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া এঁদের মধ্যে ছয়জনকে অপহরণের দায়ে আরো সাত বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
পাশাপাশি যাবজ্জীবন প্রাপ্তদের দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাত বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছয়জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।