নারায়ণগঞ্জে ১৬টি বোমা, ইয়াবা, ফেনসিডিল জব্দ
নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১৬টি হাতবোমা, এক হাজার ৩০০ পিস ইয়াবা ও এক হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোকলেসুর রহমান জানান, ফতুল্লার তল্লার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু ও তাঁর সহযোগী দুলালকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ১৬টি হাতবোমা, এক হাজার ৩০০ ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
অপরদিকে সিদ্ধিরগঞ্জে শাহীনা বেগম নামের এক মাদক বিক্রেতাকে আটক করার পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী এক হাজার ৬৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।