সাংবাদিক আবদুল মোতালেবের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন
সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেবের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের রসুলপুর সরকারি কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিক নেতারা। একই সময়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ১০টায় তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত আব্দুল মোতালেবের স্মৃতিচারণা করে বক্তব্য দেন সাবেক সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আনিছুর রহিম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, রামকৃষ্ণ চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাংবাদিক অসীম চক্রবর্তী, এম ইদুজ্জামান ইদ্রিস, শ্রমিক নেতা শেখ হারুন-উর-রশিদ ও প্রয়াত আব্দুল মোতালেবের জ্যেষ্ঠ পুত্র ডা. এ টি এম রফিক উজ্জ্বল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সাতক্ষীরায় সাংবাদিক আব্দুল মোতালেব ছিলেন বটবৃক্ষের মতো। সাতক্ষীরার স্কাউটস আন্দোলন, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সাড়ে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের রূপকার আব্দুল মোতালেবের অভাব অপূরণীয়। তাঁর গুণাবলী অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
বক্তারা আরো বলেন, ‘আব্দুল মোতালেব ছিলেন একজন আলোকিত মানুষ। সমাজকে আলোকিত করতে তিনি আজীবন কাজ করে গেছেন। সমাজে ছড়িয়েছেন শিক্ষার আলো, বেগবান করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউট আন্দোলন। সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছেন সবার আগে। বক্তারা তরুণ প্রজন্মের মাঝে আব্দুল মোতালেবের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।